About Me

Dr. Subal Chandra Paul

Best Colorectal & Laparoscopic Surgeon in Dhaka,Bangladesh.

ডাঃ সুবল চন্দ্র পাল

সহকারী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারী বিভাগ)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, ঢাকা
MBBS, BCS (স্বাস্থ্য)
FCPS (Surgery)
FMAS (ফেলো, ল্যাপারোস্কপিক সার্জারি, ইন্ডিয়া)
Fellow (পেলভিক ফ্লোর সার্জারি, জার্মানি)

আজীবন সদস্য:

SOSB (Bangladesh)
SELSB (Bangladesh)
ASI (India)
AMASI (India)
ACRSI (India)

জন্ম : ১৯৭৫ সালে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সেহড়াউন্দ গ্রামে। তার ছেলেবেলা ও বেড়েওঠা গারো পাহাড়ের কোল ঘেষে সোমেশ্বরী নদীতীরে।

বাবা শ্রী নরেশ চন্দ্র পাল একজন জনহিতৈষী ও আদর্শ শিক্ষক ছিলেন। মা বাসন্তী রাণী পাল ছিলেন একজন জনহিতৈষী, মিষ্টভাষী ও ঈশ্বর ভক্ত গৃহিণী।

বাবা মায়ের আদর্শে দীক্ষিত ডা: সুবল চন্দ্র পাল ১৯৯০ সালে কলমাকান্দা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে এস এস সি পাশ করেছেন তার বাবার স্কুল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৯২ সালে ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজ থেকে স্টার মার্ক সহ প্রথম বিভাগে এইচ এস সি পাশ করার পর রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে এমবিবিএস সমাপ্ত করেন।

২০০৬ সালে বিসিএস কর্মকর্তা হিসাবে তার নিজ এলাকায় সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত হন।

২০০৯ সালে সার্জারী বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োজিত হন এবং প্রশিক্ষণ সমাপ্ত করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারী রেসিডেন্ট হিসাবে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০১৫ সালে এফসিপিএস সার্জারী বিষয়ে সর্বোচ্চ সম্মান সূচক ডিগ্রি লাভ করেন।

তারপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার পদে নিয়োজিত হন এবং ২০১৬ সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন শুরু করেন।

২০১৯ সালে পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক পদে ( সার্জারী বিভাগ) পদোন্নতি পান।

২০২২ সালে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কলোরেক্টাল সার্জারী বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োজিত হন।

বর্তমানে তিনি কলোরেক্টাল সার্জারী বিষয়ে এডভান্সড প্রশিক্ষণ গ্রহণে নিয়োজিত আছেন।

তিনি নিজেকে আন্তর্জাতিক মান সম্পন্ন কলোরেক্টাল সার্জন হিসাবে গড়ে তোলার জন্য দেশে বিদেশে শতাধিক সেমিনার ও ওয়ার্ক সপে অংশ গ্রহণ করেছেন। নিজস্ব উদ্ভাবনী প্রতিভা দ্বারা অনেক নূতন নূতন সার্জারী করেছেন এবং তার কাজের নিদর্শন বিভিন্ন সেমিনারে উপস্থাপন করে দেশে বিদেশে অনেক প্রসংশা ও সম্মান লাভ করেছেন।

তিনি একাধারে একজন দক্ষ সার্জন, সৃজনশীল শিক্ষক এবং গবেষক। ইতিমধ্যে তার বেশ কিছু গবেষণাপত্র দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক মান সম্পন্ন কলোরেক্টাল সার্জন হিসাবে নিজেকে আপডেটেড রাখার জন্য তিনি দেশি বিদেশি বিভিন্ন সার্জিক্যাল সংস্থার সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ে সদা সচেষ্ট থাকেন।

তিনি বাংলাদেশের এসওএসবি এবং এসইএলএসবি এর আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন। তাছাড়াও তিনি ভারতের সার্জনদের সর্বোচ্চ সংগঠনসমূহ যেমন এএসআই, এএমএএসআই এবং এসিআরএসআই এর আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি কলোরেক্টাল সার্জারী বিষয়ে সর্বোচ্চ এবং আন্তর্জাতিক মান সম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান নির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন।

Services

Hemorrhoids

Soft masses coming out through the anus at straining during defecation, occasionally bleeds. It is painless condition but can be painful when it becomes complicated (Incarceration, Necrosis
etc).

Anal Fissure

Very painful slit like ulcer in the anus, occasionally bleeds and associated with hard stool. Appropriate medical treatment is successful in many occasions but sometimes operation (LASER/LIS) is needed.

Anal Fistula

Occasionally painful opening/tract (single or multiple) around the anus with occasional discharge of pus mixed with blood through this opening.

Photos

Scroll to Top